খুচরা ড্রাগ লাইসেন্স এর মালিকানা পরিবর্তন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১. মহাপরিচালক বরাবর দরখাস্ত। (দাতা-গ্রহীতা)

২. যথাযথভাবে পূরণকৃত দরখাস্ত ফরম নং-৭ (বেঙ্গল ড্রাগ রুল, ১৯৪৬ এ উল্লিখিত) এবং নিয়োজিত ফার্মাসিস্ট এর অঙ্গীকারনামা।

৩. হালনাগাদ ট্রেড লাইসেন্স কপি এবং ড্রাগ লাইসেন্স-এর মূল কপি।

৪. নিয়োজিত ফার্মাসিস্ট/কবিরাজ /হাকিম/হোমিও ডাক্তার এর রেজিস্ট্রেশন সনদ ও NID এর কপি।

৫. মালিকানা পরিবর্তন ফি – এর ট্রেজারী চালানের মূল কপি।

পৌর এলাকার ভিতরের জন্য ফি-৩০০০/- টাকা,

পৌর এলাকার বাহিরের জন্য ফি-১৫০০/- টাকা, এবং

চালানের উপর ১৫% ভ্যাট প্রদান করতে হবে।

চালান কোড: ১-২৭১৫-০০০০-১৮৬৩ এবং চালানের উপর ১৫% ভ্যাট কোড : ১-১১৩৩-০০১৫-০৩১১।

৬. ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩০০/- স্টাম্পে নোটারি পাবলিক (দাতা-গ্রহীতা)

৭. দাতা-গ্রহীতার NID এর কপি

৮. ৩০০/- টাকার স্টাম্পে দোকান ভাড়ার চুক্তিনামা/ ভাড়ার রশিদ কপি / নিজস্ব জায়গা হলে স্বপক্ষের কাগজপত্র।

৯. গ্রহীতার আর্থিক স্বচ্ছলতার সনদ (ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট)

১০. মালিকানা পরিবর্তন বিষয়ে যেকোনো জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান এর কপি।

*বিশেষ ক্ষেত্রে উল্লিখিত তালিকায় কাগজপত্রাদি সংযোজন/পরিবর্তনের ক্ষমতা DGDA সংরক্ষণ করে।